নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
চৌমুহনী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। এ নিয়ে বেগমগঞ্জে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হলো।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাশ বলেন, ‘গত চার-পাঁচ দিন ধরে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে তিনি মারা গেছেন। এ তথ্য জানার পরে স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে গিয়েছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার বাড়িটি লকডাউন করা হয়েছে।’
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের টিম স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করেছে।’
Comments