লাউতারো বার্সায় যোগ দিলে ভালো হবে: আর্জেন্টাইন কোচ

চলতি মৌসুমের শুরু থেকেই ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তির খবর মিলেনি। তবে কাতালানরা যে তাকে পেতে আগ্রহী তা এক প্রকাশিত সত্য। আর শেষ পর্যন্ত এ চুক্তিটা হলে নিজেদের জন্য খুব ভালো হবে বলে মনে করেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
lautaro martinez
লাউতারো মার্তিনেজ। ছবি: এএফপি

চলতি মৌসুমের শুরু থেকেই ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তির খবর মিলেনি। তবে কাতালানরা যে তাকে পেতে আগ্রহী তা এক প্রকাশিত সত্য। আর শেষ পর্যন্ত এ চুক্তিটা হলে নিজেদের জন্য খুব ভালো হবে বলে মনে করেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

আর এমনটা বলার যথেষ্ট যুক্তিও রয়েছে স্কালোনির। মেসি ও লাউতারো একসঙ্গে খেললে নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়বে। যা নিঃসন্দেহে জাতীয় দলে কাজে দিবে। তবে সমস্যাও রয়েছে। বার্সেলোনায় মূল স্ট্রাইকারের লুইস সুয়ারেজ। ক্যারিয়ারের শেষ দিকে হলেও এখনও ক্লাবের প্রথম পছন্দ তিনি। যে কারণে অনেক সময়েই তাকে কাটাবে হবে রিজার্ভ বেঞ্চে। কিন্তু তারপরও সেখানেই যাওয়া ভালো মনে করেন স্কালোনি।

সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, 'মেসির মতো সতীর্থের সঙ্গে যদি লাউতারোর খেলা সুযোগ আসে তাহলে এটা আমাদের জন্যও ভালো হবে। আমার মনে হয় শুরুতে সে কিছুদিন হয়তো বেঞ্চেও থাকতে হবে তবে আমি আশা করি সে ভালো করবে।'

তবে ইন্টার মিলানের মতো ক্লাবকেও পিছিয়ে রাখছেন না এ আর্জেন্টাইন কোচ, 'লাউতারো একজন দারুণ স্ট্রাইকার, তাকে অবশ্যই বড় কোনো ক্লাবে খেলতে হবে, তবে সে এখনই একটি বড় একটি ক্লাবে আছে যারা সর্বোচ্চ লেভেলের প্রতিদ্বন্দ্বিতা করে। তাই সেখান থেকে বের হওয়া বেশ কঠিন হবে। সে যদি ক্লাব পরিবর্তন করে, যেখানেই যাক সে ভালো করবে।'

অবশ্য সুয়ারেজের বিকল্প হিসেবেই একজন ভালো মানের ফরোয়ার্ডের খোঁজ অনেক দিন থেকেই করছে বার্সেলোনা। বিকল্প হিসেবে অনেক নামও এসেছে। এরমধ্যে বেশি এগিয়ে আছেন লাউতারোই। তার রিলিজ ক্লজ ১১১ মিলিয়ন পাউন্ড। কিন্তু করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকটের এ সময়ে এ অর্থ প্রদান বেশ কঠিনই যে কোনো ক্লাবের জন্য।

আর এ কারণে এখনও লাউতারোকে কেনার ব্যাপারটা এখনও গুঞ্জনও থেকে গিয়েছে। তবে তাকে ন্যু ক্যাম্পে আনতে ভিন্ন প্রস্তাব দিচ্ছে বার্সা। খেলোয়াড় অদল বদলের মাধ্যমে আনার চিন্তা করছে তারা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি করেন ২২ বছর বয়সী এ তরুণ।

Comments

The Daily Star  | English
Garment factory owners revise minimum wage upwards to Tk 12,500

Workers’ minimum wage to be reviewed

In an effort to bring normalcy back to the industries, the government will review the workers’ wage through the minimum wage board, the interim government has decided.

4h ago