পটুয়াখালীতে গাছের ডাল ভেঙ্গে শিশুর মৃত্যু, নিখোঁজ সিপিপি সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডালের নিচে চাপা পড়ে পাঁচ বছরের শিশু রাশেদের মৃত্যু হয়েছে। উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডালের নিচে চাপা পড়ে পাঁচ বছরের শিশু রাশেদের মৃত্যু হয়েছে। উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির থেকে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একটি গাছের ডাল ভেঙ্গে তার উপর পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।

এদিকে, জেলার কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর টিম লিডার শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির প্রায় ৯ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাফেজ থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কলাপাড়া উপজেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

ঘূর্ণিঝড় আম্পান নিয়ে স্থানীয় জনগণকে সচেতন করতে সকাল আট টার মাইকিং এর জন্য নৌকাযোগে বের হলে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ওই নৌকার অপর তিন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন শাহ আলম।

 

Comments