পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু, ডাক্তারের দাবি পথে মৃত্যু
মানিকগঞ্জ জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। তবে ওই হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের দাবি হাসপাতালে পৌঁছানোর আগেই পথে ওই যুবকের মৃত্যু হয়।
আজ বুধবার মানিকগঞ্জ জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত চঞ্চল হোসেন (২০) মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার বাসিন্দা।
নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, ঢাকার একটি প্রেসে চাকরি করেন তার ভাই চঞ্চল। বুধবার সকালে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। বাড়িতে এসে তাড়াহুড়া করে ভাত ও গরুর মাংস খাওয়ার সময় এক টুকরো মাংস আটকে যায় তার গলায়। এরপর তাকে নিয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু করোনা আক্রান্ত সন্দেহে তার পাশে আসেনি কোন চিকিৎসক। সেখানে বিনা চিকিৎসায় চঞ্চল মারা যায়।
চঞ্চলের মা শিখা বেগম জানান, পরিবারের অর্থনৈতিক দৈন্যতার কারণে ছেলেকে ঢাকার একটি প্রেসে চাকরি করান। গতকাল মুঠোফোনে বাড়ি ফেরার কথা বলে। আজ সকালে বাড়িতে এসে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার সময় গলায় আটকে যায় তার। এরপর হাসপাতালে নেওয়ার পর বিনা চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়।
তিনি এই ঘটনা তদন্তসাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানান চঞ্চলের মা।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ মাহফুজ জানান, হাসপাতালে আনার আগেই গলায় মাংস আটকে মারা যায় চঞ্চল। হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ইসিজি করে বিষয়টি তাদের নিশ্চিত করা হয়।
Comments