চট্টগ্রামে বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঈদে বোনাসের দাবিতে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় এক হাজার শ্রমিক। আজ বুধবার সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
ছবি: মোহাম্মদ সুুমন

ঈদে বোনাসের দাবিতে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় এক হাজার শ্রমিক। আজ বুধবার সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

কারখানার শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার নির্ধারিত বোনাস দেয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। 

শ্রমিকরা জানান, ঈদ বোনাস হিসাবে বেসিকের ৫০ শতাংশ দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। গত মঙ্গলবার বোনাসের দাবিতে দুপুর ১২ টা থেকে পাঁচ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে পুলিশের সহায়তায় বুধবার স্থায়ী শ্রমিকদের বেসিকের ৫০ শতাংশ এবং অস্থায়ী শ্রমিকদের দুই হাজার টাকা বোনাস দেয়ার আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা।

কারখানার শ্রমিক আমেনা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মালিকপক্ষ কাল বলেছিল তারা আজ আমদের বোনাস পরিশোধ করবে। তাদের আশ্বাসে গতকাল আমরা বিক্ষোভ অবস্থান থেকে সরে আসি। কিন্তু তারা আজও আমাদের পাওনা পরিশোধ করেনি। আজ আবার বলছে আগামীকাল আমাদের বোনাস পরিশোধ করা হবে ‘

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানার মালিকপক্ষের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে। কারখানার মালিক নিয়মিত মাসের ৩০ তারিখ বেতন পরিশোধ করেন। তবে এবার বোনাস নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্থায়ী শ্রমিকদের বেসিকের ৫০ শতাংশ ও অস্থায়ী শ্রমিকদের দেড় হাজার টাকা করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Comments