বাংলাদেশ উপকূল অতিক্রম করছে ‘আম্পান’
ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে সাগর দ্বীপ এর পূর্বপাশ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে।
আজ সন্ধ্যা ৬টায় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকা (সুন্দরবন এলাকা) অবস্থান করছিল।
আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে এটি উপকূল অতিক্রম করবে বলেও জানানো হয়।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার বলে জানানো হয়েছে। যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সাগর এলাকা উত্তাল রয়েছে।
Comments