ঈদে ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে কাউকে বাড়িতে যেতে দেব না: ডিএমপি কমিশনার
করোনা পরিস্থিতির কারণে ঈদে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে কাউকে বাড়িতে যেতে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ বাইরে যেতে চাইলে তাকে সেখানে বসিয়ে রাখা হবে। এমনও হতে পারে তার ঈদ রাস্তায় বসে কাটাতে হবে। ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে আমরা কাউকে বাড়িতে যেতে দিবো না। আমরা এ বিষয়ে কঠোর থাকবো।’
তিনি বলেন, ‘আমার কাছে আমার সন্তান যেমন প্রিয়, তেমনি আমার মা বাবাও প্রিয়। কিন্তু ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে গিয়ে কেন আমার সন্তানকে আমি বিপদের মধ্যে ফেলবো?’
রাস্তাঘাট, যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান তবুও মানুষ ১০-১৫ কিলোমিটার পায়ে হেঁটে বাড়িতে যাচ্ছে।
তিনি বলেন, ‘আপনার বাবা অসুস্থ হতে পারে, আপনার বৃদ্ধ মা অসুস্থ হতে পারে। বৃদ্ধ মানুষ করোনায় আক্রান্ত হলে তাদের বাঁচানো খুব কঠিন। আমি অনুরোধ করব, এই একটা ঈদ আমরা এখানেই করব। সামনের ঈদ পরিবার পরিজন নিয়ে উদযাপন করব।’
ঘরেই ঈদ উদযাপনের পাশাপাশি তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত থেকে এক হাজার অসহায় মানুষকে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ।
Comments