বরিশাল বিভাগে অন্তত ৫ জনের মৃত্যু
বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় সুপার সাইক্লোন ‘আম্পান’র আঘাতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় কমিশনারের কন্ট্রোল রুম সূত্র।
ভোলা
ভোলার মেঘনা নদীর রামদাসপুর চ্যানেলে ১২ যাত্রী নিয়ে গতকাল বুধবার সকাল ৭টায় ট্রলার ডুবে গেলে রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। অন্য যাত্রীরা তীরে উঠতে সক্ষম হন।
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া এলাকায় গতকাল সকাল ৯টায় গাছ পড়ে দুই জন আহত হন। পরে শের-ই বাংলা হাসপাতালে নেওয়ার পথে একজনের মুত্যু হয়।
পটুয়াখালী
কলাপাড়া উপজেলার লোন্দা এলাকায় ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্কতার প্রচারাভিযান কালে নৌকা ডুবে যায় অপরাপর তিন জন তীরে উঠতে পারলেও দৈয়দ শাহ আলমমীর (৫০) মারা যান। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় মায়ের সঙ্গে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় রাশেদ (৫) নামের এক শিশু মারা যায়।
পিরোজপুর
পিরোজপুর জেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ভেঙে শাহাহান মোল্লা (৬০) নামে এক ব্যক্তি গতকাল সন্ধ্যায় মারা যান। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন।
Comments