আম্পানের আঘাত: বাগেরহাটে বেড়িবাঁধ-ঘরবাড়ি-মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার বগী-গাবতলা অংশের দুই কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে বাঁধের আশপাশের কয়েকটি গ্রামের নিম্ন এলাকা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে বেশ কিছু পরিবার। এ ছাড়া, বাঁধের আশপাশের বেশকিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, আম্পানের আঘাতে সেখানকার পাঁচ শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, ভাঙা বাঁধ দিয়ে পুনরায় জোয়ারের পানি ঢুকে আবারও লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে এই বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে রাতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে যায়। এ ছাড়া, গাছপালা ও শতাধিক কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় রিং বেড়িবাঁধ দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।’
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘আম্পানে ক্ষয়-ক্ষতির তালিকা নিরূপণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
Comments