এখনো বিদ্যুৎহীন এক কোটি গ্রাহক
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের কারণে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন দেশের প্রায় দেড় কোটি গ্রাহক। সকাল ১০টা পর্যন্ত এদের মধ্যে ৫০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎহীন রয়েছেন এক কোটি গ্রাহক।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মইনউদ্দিন বলেন, ‘রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ জেলাই গতকাল মধ্যরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ সকাল ১০টা পর্যন্ত আমরা প্রায় ৫০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে পেরেছি। তবে, এখনো প্রায় এক কোটি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।’
‘খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, যশোর, বরগুনা ও নোয়াখালী জেলায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে। গতকাল সন্ধ্যা থেকে জেলাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া, উত্তরাঞ্চলেও কাজ চলছে’, যোগ করেন তিনি।
বিআরইবি কর্মকর্তারা জানিয়েছেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘূর্ণিঝড়ের কারণে অনেক স্থানেই গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে ও তার বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে।
Comments