সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় চলছে মাছ ধরার ওপর ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা।
এই নিষেধাজ্ঞা গতকাল ২০ মে থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে।
এর আগে মৎস অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও মজুদ সংরক্ষণ এবং সহনশীল মাছ আহরণ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান এবং বাণিজ্যিক ট্রলার দিয়ে মাছ ও ক্রাস্টাশিয়ান্স আহরণ করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতি বছরের মতো এই কর্মসূচি বাস্তবায়নে যথাযথ প্রচার চালিয়ে স্থানীয় প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় মাছ ইলিশ রক্ষায় গঠিত টাস্কফোর্স কমিটি দিয়ে এই কার্যক্রম পরিচালনারও নির্দেশ রয়েছে।
Comments