২০২১ সাল পর্যন্ত অনলাইনে ক্লাস নেবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ছবি: রয়টার্স

২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে, ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোতে কোনো ধরনের ক্লাস অনুষ্ঠিত হবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘মহামারির সময়টাতে বিভিন্ন পরিস্থিতি সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়তই পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের কোনো ক্লাস সামনাসামনি নেওয়া হবে না।’

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago