আরও ১ জনসহ করোনায় মোট ১০ পুলিশ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মো. মোখলেছুর রহমান (৫৭) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ১০ জনের মৃত্যু হলো।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহিউদ্দিন সোহেল বলেন, ‘পুলিশ কনস্টেবল মো. মোখলেছুর রহমান পুলিশের কোয়ারেন্টিন সেন্টারে ছিলেন। গতকাল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয় এবং গতকাল রাতে পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন।’
তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ‘তিনি দক্ষ, কর্মঠ, চৌকস ও দায়িত্ববান পুলিশ সদস্য ছিলেন। তার মতো এমন একজন সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্য শোকাহত। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যকে এ অপূরণীয় ক্ষতি ও প্রিয়জন হারানোর শোক বহন করার শক্তি দেন।’
এর আগে কনস্টেবল নাইমুল হক, জালাল উদ্দিন খোকা, আশেক মাহমুদ ও জসিম উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় ও আবদুল খালেক, উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান তালুকদার ও নাজির উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার পর্যন্ত পুলিশে মোট ৩২৩৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের এক তৃতীয়াংশের বেশি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। ডিএমপিতে এখন পর্যন্ত ১২৭৭ জনের করোনাভাইরাসে আক্রন্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। আইসোলেশনে আছেন ১২৩৩ জন এবং সেরে উঠেছেন ৫৬৯ জন।
Comments