সিলেটে আরও ৪০ করোনা রোগী শনাক্ত

Corona infected
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট জেলায় নতুন করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত আরও ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৫ জনে।

আজ বৃহস্পতিবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।

তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন চালু হওয়া ল্যাবরেটরিতে ১৯ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে ২১ জন শনাক্ত হন।

গতকাল বুধবার শাবিপ্রবির ল্যাবরেটরিতে ৯১টি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল বিভাগের অন্যান্য জেলায় কোন নতুন শনাক্ত হয়নি। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪৯৯ জন।

বিভাগে এখন পর্যন্ত ১৪৫ জন রোগী সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ১১ জন। আক্রান্তদের মধ্যে ১৬২ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন।

ডা. আনিসুর রহমান বলেন, ‘সিলেট জেলা লকডাউন থাকার পরও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে শিথিলতা ও অবাধ চলাচলের কারণে দ্রুত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ সংখ্যা এখন বিভাগের মধ্যে সর্বোচ্চ।’

উল্লেখ, সিলেট বিভাগের অন্যান্য জেলার মধ্যে হবিগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৩১ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago