চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে ঈদের উপহারসামগ্রী বিতরণ
করোনা মহামারি সময়ে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে ব্যক্তি উদ্যোগে চাঁদপুর এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কর্মহীন, অসহায় ও দুস্থ লোকজনের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১৯ মে মতলব উত্তর উপজেলায় ও আজ বৃহস্পতিবার মতলব দক্ষিণ উপজেলায় মোট আট হাজার পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে সরাসরি আমার নির্বাচনী এলাকায় এসে তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে আট হাজার পরিবারকে একটি করে শাড়ি, একটি করে লুঙ্গি, এক কেজি সেমাই ও এক কেজি করে চিনি উপহার দেই।’
‘এর আগে, আরও দুই ধাপে আমি নিজে এসে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ১০ হাজার পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছি’, যোগ করেন তিনি।
অন্যদিকে, গতকাল বুধবার চাঁদপুর শহরে ছয় শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারীর ছেলে বারেক উল্লাহ উপম পাটওয়ারী ও মেয়ে উম্মে হানী উপা। গতকাল শহরের জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সচালক, সদর হাসপাতালের কর্মচারী, পত্রিকার হকারসহ অন্যান্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বারেক উল্লাহ উপম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এর আগেও আমরা বাড়ি বাড়ি গিয়ে পাঁচ শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি।’
Comments