মেসি থাকায় বার্সার আরও চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিত ছিল: ইনিয়েস্তা

রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডই ইনিয়েস্তার চোখে সময়ের সেরা ফুটবলার।
messi and iniesta
ফাইল ছবি: এএফপি

২০০৪ সাল থেকে বার্সেলোনার মূল দলের হয়ে খেলছেন লিওনেল মেসি। ওই সময় থেকে এখন পর্যন্ত চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে কাতালানরা। তবে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় পাওয়া এই সাফল্য নিয়েও সন্তুষ্ট নন দলটির সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তা।

নিজেদের ইতিহাসে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের সেরার মুকুট মাথায় পরার কৃতিত্ব দেখিয়েছে বার্সেলোনা। সোনালি প্রজন্মের হাত ধরে পরম আকাঙ্ক্ষিত এই মুহূর্তগুলোর চারটিই এসেছে গেল দেড় দশকে। ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০১০-১১ ও ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেসি-ইনিয়েস্তারা। কিন্তু এরপর থেকে ব্যর্থতার মুখোমুখি হয়েছে বার্সা। টানা তিনবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর গেল আসরে তারা পৌঁছাতে পেরেছিল সেমিফাইনাল পর্যন্ত।

২০১৮ সালে বার্সা ছেড়ে জাপানের ক্লাব ভিসেল কোবেতে পাড়ি জমানো এই স্প্যানিশ তারকা মিডফিল্ডার আর্জেন্টাইন গণমাধ্যম ওলেকে বলেন, ‘বার্সেলোনা যে ধরনের দল গঠন করে এবং বিশেষ করে মেসি থাকায়, তাদের আরও বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিত ছিল।’

বিশ্বকাপজয়ী ৩৬ বছর বয়সী ইনিয়েস্তা অবশ্য সমালোচনার তীরে পুরোপুরি বিদ্ধ করছেন না সাবেক ঠিকানাকে। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকেও দিচ্ছেন কৃতিত্ব, ‘ফুটবল এরকম কঠিন। আপনাকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়, যাদের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাই গুরুত্বপূর্ণ হলো, আপনি যখনই জিতবেন, তখনই আপনাকে বিষয়টা পুরোপুরি উপভোগ করতে হবে।’

মেসির সঙ্গে একটানা দীর্ঘ ১৪ বছর খেলেছেন ইনিয়েস্তা। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডই তার চোখে সময়ের সেরা ফুটবলার, ‘সে যতভাবে সম্ভব পার্থক্য তৈরি করে দেয়। সে গোলের হ্যাটট্রিক করে, আবার হ্যাটট্রিক অ্যাসিস্টেরও যোগান দেয়। যদি গ্যালারি থেকে এসব দেখা উপভোগ্য হয়, তবে বুঝে নিন, কাছ থেকে দেখাটা আরও অনেক বেশি উপভোগ্য। আমার কাছে একারণেই সে এক নম্বর, সে একাই যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে।’

Comments

The Daily Star  | English
  July massacre victims

Dubious cases are an injustice to July massacre victims

Legal experts opined that there should be a judicial investigation into these cases.

8h ago