নিউজিল্যান্ডের মানুষের ভালোবাসা আজীবন মনে রাখবেন তামিম
গত বছরের মার্চে নিউজিল্যান্ডে এক ভয়ানক সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সেই ভয়ানক ঘটনার পর যেভাবে পুরো পরিস্থিতি সামলেছিল দেশটির সরকার, বাংলাদেশ দলের যেরকম প্রতি ভালোবাসা দেখিয়েছিল তাদের জনগণ, সেসব স্মৃতি এখনো সতেজ তামিম ইকবালের মনে।
বৃহস্পতিবার দুপুরে কেইন উইলিয়ামসনকে নিজের নিয়মিত অনলাইন আড্ডায় নিয়ে এসেছিলেন তামিম। দুই দেশের দুই ক্রিকেটার বেশিরভাগ সময় ক্রিকেট নিয়েই কথা বলেছেন।
আড্ডার একদম শেষদিকে ২০১৯ সালের সেই ভয়াবহ ঘটনার সূত্র ধরে উইলিয়ামসনের মাধ্যমে নিউজিল্যান্ডের মানুষের প্রতি জানান কৃতজ্ঞতা তামিম, ‘কেইন, ২০১৯ সালে ক্রাইস্টচার্চে যা হয়েছে, সেটি বিস্তারিত বলছি না। তবে ঘটনার পর নিউজিল্যান্ডের সবাই আমাদের যেভাবে দেখাশোনা করেছে, খোঁজ-খবর নিয়েছে, তা আজীবন মনে রাখার মতো। নিউজিল্যান্ডের মানুষের ভালোবাসা আমাদের পুরো দল সব সময় মনে রাখবে।’
‘তোমাদের প্রধানমন্ত্রী শুরু থেকেই ছিলেন অসাধারণ। সেই সময়ে তোমরা যা করেছে, তার জন্য কৃতজ্ঞতা জানাই।’
উইলিয়ামসনস জানান, সেসময় তাদের গোটা দেশের মানুষ বাংলাদেশ দলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল, ‘ঘটনাটা ছিল ভয়ঙ্কর। তোমরা যারা ঘটনার কাছে ছিলে, ভয়ানক অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছ, তা আমাদের পুরো দেশের মানুষকেই নাড়িয়ে দিয়েছিল। চরম দুঃখজনক সময় ছিল সেটা।’
গত বছর সিরিজের তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৫১ জনকে হত্যা করেন ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান নাগরিক। এর একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু মসজিদে যেতে দেরি হওয়ায় অল্পের জন্য তারা হামলা থেকে রক্ষা পান।
এই ঘটনার পর নিউজিল্যান্ড সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসিত হয়েছিল বিশ্ব গণমাধ্যমে।
Comments