কুমিল্লায় করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। জেলায় এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। জেলায় এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

এছাড়া জেলায় আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে কুমিল্লা মহানগরে চার জন, আদর্শ সদর উপজেলায় ১০ জন, লাকসামে ২ জন, চান্দিনায় ৯ জন, মুরাদনগরে ৯ জন, নাঙ্গলকোটে ৮ জন, লালমাইয়ে একজন, তিতাসে একজন, বরুড়ায় একজন ও দেবিদ্বারে ১২ জন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৪২৯ জনের মধ্যে কুমিল্লা নগরীতে ৩৬, সদরে ১৯, তিতাসে ১৫, দাউদকান্দিতে ১৬, বুড়িচংয়ে ১৬, চান্দিনায় ৩০, দেবিদ্বারে ১২১ , মেঘনায় দুই, বরুড়ায় ১১, ব্রাহ্মণপাড়ায় ১১, সদর দক্ষিণে ছয়, চৌদ্দগ্রামে তিন, মনোহরগঞ্জে সাত, মুরাদনগরে ৮০, হোমনায় চার, নাঙ্গলকোটে ২১, লালমাইয়ে চার ও লাকসামে ২৬ জন রয়েছেন।

এ ছাড়া, জেলায় আজ সুস্থ হয়েছেন ২১ জন। এ নিয়ে কুমিল্লায় করোনা থেকে সুস্থ হলেন মোট ৮৩ জন।

Comments