চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের তিন জনসহ চার জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৬ জনের করোনা শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী আজ বৃহস্পতিবার এ সব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ১২৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তাদের মধ্যে চার জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের একই পরিবারের মা-মেয়ে এবং মেয়েটির চাচার করোনা শনাক্ত হয়েছে। এর আগে মেয়েটির বাবার গত ১৭ মে করোনা আক্রান্ত হয়।
এ ছাড়া, নাচোল উপজেলার এক নির্মাণ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।
Comments