রিয়ালে খেলে ব্যালন ডি’অর জিততে পারে হ্যাজার্ড: বেলজিয়াম কোচ

স্পেনের সফলতম ক্লাবের হয়ে হ্যাজার্ডের অভিষেক মৌসুমটা এখন পর্যন্ত ভালো কাটেনি। একাধিক চোটের কারণে নিজের যোগ্যতার ছাপ রাখার তেমন সুযোগ তিনি পাননি। তবে তার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই বেলজিয়াম জাতীয় দলের কোচের।
eden hazard
ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদের হয়ে দ্যুতি ছড়িয়ে এডেন হ্যাজার্ড ব্যালন ডি’অর জিততে পারেন বলে মনে করেন বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ।

স্পেনের সফলতম ক্লাবের হয়ে হ্যাজার্ডের অভিষেক মৌসুমটা এখন পর্যন্ত ভালো কাটেনি। একাধিক চোটের কারণে নিজের যোগ্যতার ছাপ রাখার তেমন সুযোগ তিনি পাননি। তবে তার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই বেলজিয়াম জাতীয় দলের কোচের।

গতকাল বুধবার স্প্যানিশ রেডিও চ্যানেল কাদেনা সেরকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেছেন, ‘ভক্তরা নিশ্চিন্ত থাকতে পারে। হ্যাজার্ড একটা যুগকে চিহ্নিত করবে। তার মতো আর কোনো খেলোয়াড় নেই। সে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে ব্যালন ডি’অর জিতবে।’

ইংলিশ ক্লাব চেলসি থেকে চলতি ২০১৯-২০ মৌসুমের শুরুতে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দেন হ্যাজার্ড। কিন্তু নতুন ঠিকানায় তার প্রধান শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে চোট সমস্যা। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৫ ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি, গোল করেছেন মোটে একটি।

গেল নভেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান হ্যাজার্ড। ফলে প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে। সেরে উঠে ফেব্রুয়ারিতে মাঠে ফিরলেও একই জায়গায় চোট পেয়ে আবারও ছিটকে যান তিনি।

স্বস্তির খবর হলো সুস্থ হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী হ্যাজার্ড। তাকে সঙ্গে নিয়েই গেল ১১ মে থেকে মাঠের অনুশীলন শুরু করেছে স্প্যানিশ লা লিগার পরাশক্তি রিয়াল। পুনর্বাসন প্রক্রিয়া ও কোয়ারেন্টিনে থাকার কারণে কিছুটা মুটিয়ে যাওয়ায় ফিটনেস ফেরাতে কাজ করছেন এই ফরোয়ার্ড।

২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্ত বেলজিয়ামের দায়িত্বে থাকতে চুক্তিবদ্ধ হওয়া মার্তিনেজ অবশ্য পূর্ণ আস্থা রাখছেন শিষ্যের ওপর, ‘হ্যাজার্ড সফল হবে। কখনও কখনও নতুন ক্লাবের হয়ে শুরুটা ভালো হয় না। কিন্তু এটা তাকে নিজের সর্বস্ব উজাড় করে দিতে সাহায্য করবে এবং সে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবের মর্ম বুঝতে পারবে।’

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago