টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেল গেট এলাকায় বন্দুকযুদ্ধে আবু সুফিয়ান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোররাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অভিযানে র্যাব সদস্যরা তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।’
আবু সুফিয়ানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামে। তিনি টঙ্গী এলাকায় বসবাস করতেন।
আব্দুল্লাহ আল-মামুন আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল মধুমিতা রেল গেট এলাকায় কিছু সন্ত্রাসী অবস্থান করছে। র্যাব সদস্যরা পৌঁছালে সন্ত্রাসীরা স্তূপ করে রাখা ইটের আড়াল থেকে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা একজনের মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।’
‘গত ১৫ মে বিকালে মধুমিতা রেল গেট বেলতলা এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি আবু সুফিয়ান। তার বিরুদ্ধে ছিনতাইসহ আরও অনেক অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলার আরেক আসামিকে গত ১৮ মে টঙ্গী পূর্ব থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করে র্যাব। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুমড়ি গ্রামে’— বলেন আব্দুল্লাহ আল-মামুন।
Comments