হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
হবিগঞ্জের দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় পত্রিকাটির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ সার্কেলের এএসপি রবিউল ইসলাম সাংবাদিক সুশান্ত দাশের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির হবিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
জানা যায়, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহিরের বিরুদ্ধে ‘দৈনিক আমার হবিগঞ্জ’ এর প্রিন্ট ও ওয়েবসাইটে সংবাদ প্রকাশ হওয়ায় এ মামলা হয়েছে।
মামলার বাদি হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বলেন, ‘হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের একজন সম্মানীত আজীবন সদস্য। সম্প্রতি, সুশান্ত দাশ গুপ্তের সম্পাদনায় ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকায় সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি সংসদ সদস্যের পাশপাশি হবিগঞ্জ প্রেসক্লাবের সম্মান এতে ক্ষুণ্ন হয়েছে। তাই আমি সংক্ষুব্ধ হয়ে এই মামলা করেছি।’
সংসদ সদস্য আবু জাহির আজ শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি শুধু একজন জন-প্রতিনিধি না, আমি হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্যও। একটি পত্রিকা আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রকাশ আমার মানহানি হয়েছে।’
Comments