করোনার উপসর্গ নিয়ে বগুড়ার আ. লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহারের মৃত্যু
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল (৬৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তিনি মারা যান বলে আমাদের বগুড়া সংবাদদাতাকে জানিয়েছেন বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমীর হোসেন মিশু।
জ্বর-ডায়রিয়াসহ করোনার উপসর্গ নিয়ে কামরুন নাহার হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মারা যান বলেও জানিয়েছেন সেই স্বাস্থ্য কর্মকর্তা।
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের স্ত্রী কামরুন নাহার ১০-১২ দিন আগে ঢাকা থেকে বগুড়া আসেন বলেও জানান তিনি।
‘করোনা পরীক্ষার জন্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ এর ফলাফল পাওয়া যাবে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে তার দাফন সম্পন্ন করা হবে।’
উল্লেখ্য, কামরুন নাহার পুতুল বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য ছিলেন।
Comments