নারায়ণগঞ্জে মাইক্রোবাসের চাপায় নিহত ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় মাইক্রোবাসের চাপায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।
আজ শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন— চাঁদপুরের মতলবের রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মিন্টু মিয়া (৫৮) ও মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বলেন, ‘আজ ভোরে সানারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যান পার্কিং করা ছিল। পিকআপ ভ্যানের সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল। ওই সময় ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে সেখানে দাঁড়িয়ে থাকা তিন জন মাইক্রোবাসের চাপায় মারা যায়। এ ছাড়া, মাইক্রোবাসের চালক, যাত্রী ও ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লোকসহ সাত জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করে। আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।’
‘সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়াও, রাস্তা থেকে দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments