দীর্ঘ অপেক্ষার পর হালদায় ডিম ছেড়েছে মা মাছ
সাধারণত মার্চ-এপ্রিলে বজ্র-বৃষ্টি আর পাহাড়ি ঢল পেলে হালদায় ডিম ছাড়ে কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছ।
বিগত দিনগুলোতে ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পাচ্ছিল না মা মাছেরা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢল মা মাছদের এনে দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ।
আজ শুক্রবার বৃষ্টিভেজা ভোরে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় ডিম ছাড়তে শুরু করে মা মাছগুলো।
সকাল থেকে হালদার পাঁচটি পয়েন্টে সেই ডিম সংগ্রহ শুরু করছেন সংগ্রহকারীরা।
বিশিষ্ট হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপযুক্ত পরিবেশ পেয়ে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছগুলো। অন্যান্য সময় কয়েক ঘণ্টা ডিম পাওয়া গেলেও এবার দীর্ঘ সময় ধরে মাছগুলো ডিম ছেড়ে যাচ্ছে।’
হালদার নাপিত্যের ঘোনা, অংকরিঘোনা, আজিমের ঘাট, গড়দুয়ারা ও রামদাশমুন্সির হাট এলাকায় ৩০০ নৌকা নিয়ে প্রায় ৬৫০ জন ডিম সংগ্রহ করছেন বলেও জানান তিনি।
‘আমরা হিসাব রাখছি কী পরিমাণ ডিম সংগ্রহ করা হচ্ছে। ডিম সংগ্রহ শেষে পরিমাণ সম্পর্কে বলতে পারব,’ যোগ করেন ড. কিবরিয়া।
Comments