পটুয়াখালীতে পৌর মেয়রসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
পটুয়াখালী পৌরসভার মেয়র ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ নতুন করে আরও ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে একজন পৌরসভার, দুজন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের, একজন মির্জাগঞ্জের এবং অপর দুজন দুমকি উপজেলার।
পটুয়াখালীর সিভিল সার্জন বলেন, ‘পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পৌর মেয়রসহ ছয় জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ জন। এদের মধ্যে ২৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে তিন জন মারা গেছেন। বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৪ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৫১০ জন।’
Comments