করোনায় নারায়ণগঞ্জে আরও ৩ জনের মৃত্যু, মোট শনাক্ত ১৯১৭
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬৯ জন মারা গেছেন। এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক হাজার ৯১৭ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৩৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩৯ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ ছাড়া, সিটি করপোরেশন এলাকায় শনাক্ত দুই জন নারী ও একজন পুরুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন আরও ৯৪ জন।’
‘সব মিলিয়ে জেলা থেকে এখন পর্যন্ত আট হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৯১৭ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৬১৬ জন’, বলেন তিনি।
সিভিল সার্জন জানান, সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায়। সেখানে শনাক্ত ৮৮৮ জনের মধ্যে ৪৭ জন মারা গেছেন এবং ৩৮১ জন সুস্থ হয়েছেন। সদর উপজেলায় শনাক্ত ৬৩৮ জনের মধ্যে মারা গেছেন ১৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬৯ জন। রূপগঞ্জে শনাক্ত ১৫৩ জনের মধ্যে একজন মারা গেছেন এবং ছয় জন সুস্থ হয়েছেন। সোনারগাঁওয়ে শনাক্ত ১২৮ জনের মধ্যে চার জন মারা গেছেন এবং ১৯ জন সুস্থ হয়েছেন। আড়াইহাজারে শনাক্ত ৬৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন। সেখানে কেউ মারা যাননি। আর বন্দর উপজেলায় শনাক্ত ৪৬ জনের মধ্যে একজন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১২ জন।
Comments