নোয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আরও ১২ জনের করোনা শনাক্ত

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৭৫ জনের করোনা শনাক্ত হলো।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে সদর উপজেলায় চার জন, বেগমগঞ্জে সাত জন, চাটখিলে একজন রয়েছেন। জেলায় এ পর্যন্ত তিন হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফল এসেছে দুই হাজার ৫৫২ জনের। আইসোলেশনে আছেন ২৪৪ জন। কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে রয়েছেন ১৯ জন ও সুস্থ হয়েছেন ২৭ জন।  

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৫ জন। এদের মধ্যে বেগমগঞ্জে ১৩৬ জন, সদরে ৩৭ জন, কবিরহাটে ৩৮ জন, চাটখিলে ২১ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, হাতিয়ায় ছয় জন, সেনবাগে সাত জন, কোম্পানীগঞ্জে সাত জন, সুবর্ণচরে আট জন রয়েছেন। ইতোমধ্যে চার জন মারা গেছেন।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

9m ago