'রোনালদোকে নির্দেশাবলী দেওয়ার দরকার হয় না'

ছবি: এএফপি

বর্তমান বিশ্বের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে যে পাঁচজন কোচ একাধিক ক্লাবের হয়ে শিরোপা জিতেছেন তাদের একজন তিনি। যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখন তার শিষ্য ছিল বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। এ পর্তুগিজ তারকার জন্য সেখানে তার কাজটা খুব সহজ হয়ে গিয়েছিল। কারণ রোনালদোদের মতো খেলোয়াড়দের খুব বেশি নির্দেশনা দিতে হয় না বলেই জানালেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল। অবশ্য দশম শিরোপাটা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিল এক যুগেরও বেশি সময়। তবে রিয়ালের দায়িত্ব নিয়ে প্রথম বছরেই লা দেসিমা জিতেছিলেন আনচেলত্তি। আর আনচেলত্তির সে সাফল্যের মূলমন্ত্রই ছিলেন রোনালদো। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সে সব গল্পই বলেছেন আনচেলত্তি, 'যে দলে রোনালদোর মতো স্ট্রাইকার থাকে যারা প্রতিটি খেলায় গোল করতে সক্ষম, তাহলে আপনাকে খুব বেশি তথ্য দিতে হবে না।'

২০১৩ সালে যোগ দিয়ে প্রথম বছরেই চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেলেও ঘরোয়া লিগে সাফল্য না থাকায় দুই বছরের বেশি টিকতে পারেননি আনচেলত্তি। এরপর স্বল্প সময়ের জন্য রাফায়েল বেনিতেজ থাকার পর কোচ হয়ে আসেন জিনেদিন জিদান। তাকেও একই পরামর্শ দিয়েছিলেন আনচেলত্তি, 'ক্রিস্তিয়ানো রোনালদো চারপাশে থালে আপনাকে দল গড়ে তুলতে হবে না। জিদানের সঙ্গে যেমন বলেছিলাম, তাদের মাঠে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হবে। অবশ্যই, তাদের একসঙ্গে কাজ করতে হবে কারণ দলই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।'

কথায় আছে আক্রমণই সেরা রক্ষণ। আর রোনালদো দলে থাকায় গোল পাওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত ছিলেন আনচেলত্তি। তাই রক্ষণ নিয়ে খুব বেশি ভাবতে হয়নি তাকে। যে কারণে কাজটা সহজ হয়ে গিয়েছিল তার জন্য, 'আমি মনে করি না এই খেলোয়াড়দের সঙ্গে নিয়ে রক্ষণাত্মকভাবে কড়া কৌশল তৈরি করতে হবে। কারণ আক্রমণে আরও বেশি খেলোয়াড় যুক্ত রয়েছে এবং রক্ষণেও আরও বেশি যুক্ত হতে হবে এমন খেলোয়াড় রয়েছে। ম্যানেজার হওয়ার এটাই সহজ উপায়। দুর্দান্ত খেলোয়াড়দের পরিচালনা করা কারণ তারা পেশাদার, তারা সিরিয়াস, তাদের ব্যক্তিত্ব আছে, তাদের অনুপ্রাণিত করা তাই সবচেয়ে সহজ ব্যাপার।'

এছাড়া ফুটবল ক্লাব রিয়ালের উচ্ছ্বসিত প্রশংসা করেন আনচেলত্তি। এমন ক্লাবের কোচ হওয়াটা স্বপ্নের মতোই বলে মনে করেন তিনি। বর্তমানে ইংলিশ ক্লাব এভারটনের দায়িত্ব পালন করছেন ৬০ বছর বয়সী এ ইতালিয়ান কোচ।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

4h ago