সিটি ছাড়তে পারেন আগুয়েরো
সাম্প্রতিক সময়ে প্রথম একাদশে থাকা আগের মতো নিশ্চিত নয় ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরোর। যদিও মাঠের পারফরম্যান্স আগের মতোই আছে। তার উপর দুই বছরের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি। যদিও এর বিরুদ্ধে আবেদন করেছে ক্লাবটি। সবমিলিয়ে সিটিতে আগের মতো সুখে নেই আগুয়েরো। তাই আগামী মৌসুমে নতুন কোনো দলে দেখা যেতে পারে তাকে। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার।
সংবাদ অনুযায়ী, ম্যানসিটি ছেড়ে নিজের দেশ আর্জেন্টিনায় ফিরে যেতে পারেন আগুয়েরো। তবে তাকে পেতে চাইছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও। ইতালিয়ান গণমাধ্যম আলফ্রেদো পেদুল্লার বরাত ধরে তারা জানিয়েছে, লাউতারো মার্তিনেজ যদি শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দেন, তাহলে তার বিকল্প হিসেবে আগুয়েরোকে চায় নেরারুজ্জিরা। তবে দ্য এক্সপ্রেসের সংবাদ অনুযায়ী, আগুয়েরোকে চায় রিয়াল মাদ্রিদও। আগুয়েরোর মুখপাত্রর কাছে তার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করেছে স্প্যানিশ ক্লাবটি।
২০১৪ ও চলতি মৌসুম ছাড়া সিটির হয়ে প্রিমিয়ার লিগে প্রতি মৌসুমেই কমপক্ষে ২০টি করে গোল দিয়ে আসছেন আগুয়েরো। এ মৌসুমেও অবশ্য সে পথেই আছেন। করোনাভাইরাসের কারণে মাঝ পথে খেলা স্থগিত না হলে হয়তো হয়েও যেত। কারণ এরমধ্যেই ১৬টি গোল দিয়েছেন মাত্র ১৪০১ মিনিট মাঠে থেকে। গড়ে প্রতি ৮৮ মিনিটে একটি গোল দিয়েছেন তিনি। আর গড়ে প্রতি ম্যাচে লক্ষ্যে শট নিয়েছেন ৫.২টি। শুধু গোল দেওয়াই নয়, গোল করতে সহায়তা করতেও ওস্তাদ এ খেলোয়াড়।
অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞা কমলে হয়তো সিটিতেই থাকছেন আগুয়েরো। তবে শেষ পর্যন্ত যদি এ নিষেধাজ্ঞা না ওঠে কিংবা কমে তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে সিটির। বেশ কিছু খেলোয়াড় দল ছাড়তে পারেন। আগুয়েরোর সঙ্গে এ তালিকায় সবার প্রথমেই আছে কেভিন ডি ব্রুইনের নাম। এর আগে বশ কয়েকবারই সরাসরি এ কথা বলেছেন তিনি। এছাড়া দল ছাড়তে পারেন রহিম স্টার্লিং ও ডেভিড সিলভাও। আর লরে সানের বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সংবাদ অনেক দিন থেকেই জোরালো।
Comments