লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তা-নার্সসহ আরও ২২ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে সোনালী ব্যাংকের চার কর্মকর্তা ও হাসপাতালের এক নার্সসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে। জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৪ জন, রামগঞ্জ উপজেলায় পাঁচ জন, কমলনগর উপজেলায় দুই জন ও রায়পুর উপজেলায় একজন রয়েছেন।
তিনি জানান, সোনালী ব্যাংকের চার কর্মকর্তা ও হাসপাতালের এক নার্সের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে যাদের উপসর্গ নেই, তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং যাদের উপসর্গ আছে, তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আইসোলেশনে রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত দুই হাজার ২৭২ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেগুলোর মধ্যে দুই হাজার ৩২টির প্রতিবেদন পাওয়া গেছে, যার ১৩৪টি করোনা পজিটিভ।
শনাক্ত হওয়া ১৩৪ জনের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, রামগঞ্জে ২৭ জন, কমলনগরে ১১ জন, রামগতিতে ১২ জন ও রায়পুরে ৩৪ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
Comments