করোনাভাইরাস

মৃত্যু ৩ লাখ ৩৮ হাজার, আক্রান্ত ৫২ লাখেরও বেশি

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫২ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২০ লাখের বেশি মানুষ।
ব্রাজিলে করোনা পরীক্ষা করছেন এক নার্স। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫২ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২০ লাখের বেশি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ১১ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৮ হাজার ১৮৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২০ লাখ ৫৬ হাজার ৬৫০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১ হাজার ২৫১ জন এবং মারা গেছেন ৯৬ হাজার ১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ১৩৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ৩ হাজার ২৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৮২৫ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ৪৭৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৫৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৪২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন, মারা গেছেন ২১ হাজার ৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৩০ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮২৪ জন, মারা গেছেন ২৮ হাজার ৬২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৬৫৮ জন, মারা গেছেন ৩২ হাজার ৬১৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭২০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ১৫ জন, মারা গেছেন ২৮ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৯৮৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭১০ জন, মারা গেছেন ৮ হাজার ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৪ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৫২ জন, মারা গেছেন ৭ হাজার ৩০০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ২৭৬ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫০০ জন, মারা গেছেন ৪ হাজার ২৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৬ হাজার ১১১ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৯৪ জন, মারা গেছেন ৩ হাজার ৭২৬ জন এবং সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮১ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৩২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩০ হাজার ২০৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪৩২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯০ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

10h ago