করোনা উপসর্গ নিয়ে সিএমপি সদস্যের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একজন সদস্য মারা গেছেন।
সিএমপি কর্মকর্তারা জানান, মো. নেকবর হোসেন (৪৭) নামের ওই পুলিশ সদস্য হালিশহর থানায় কর্মরত ছিলেন। আজ সকালে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান। করোনা পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নেকবর হোসেন কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।’
গত বৃহস্পতিবার থেকে শ্বাসপ্রশ্বাসে সমস্যা হওয়ায় তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নেওয়া হয় বলেও জানান তিনি।
করোনা পরীক্ষায় আগে তার রিপোর্ট নেগেটিভ আসলেও, আরও নিশ্চিত হওয়ার জন্য মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিয়ম মেনেই তার দাফন করা হবে বলেও জানান সিএমপির এই কর্মকর্তা।
সিএমপি সদর দপ্তরের তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৮৬ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে মারা গেছেন দুজন।
Comments