বার্সার বিপক্ষে করা সেই গোল বারবার দেখেন ভিনিসিয়ুস
লা লিগার পয়েন্ট টেবিলে তখন শীর্ষে বার্সেলোনা। এল ক্লাসিকো জিতলে ব্যবধানটা আরও বাড়বে। এ অবস্থায় নিজেদের প্রতিযোগিতায় ভালো ভাবে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিলো না রিয়াল মাদ্রিদের। আর দারুণ জয়ে শীর্ষেও উঠেছিল তারা। সে ম্যাচের জয়ের অন্যতম নায়ক ছিলেন রিয়ালের তরুণ তুর্কি ভিনিসিয়ুস জুনিয়র। দারুণ এক গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। এল ক্লাসিকোতে নিজের করা প্রথম গোলটি বারবার দেখেন এ ব্রাজিলিয়ান তরুণ।
রিয়ালে দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পা দিয়েছেন ভিনিসিয়ুস। এখনও দলের নিয়মিত সদস্য হতে না পাড়লেও কিছুটা হলেও কোচ জিনেদিন জিদানের আস্থাভাজন হয়েছেন। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর তাকে শুরুতে ঠিকভাবে দলে না রাখলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে অনেকটা নিয়মিতই ছিলেন। আর তার দারুণ নৈপুণ্যেই মৌসুমের এক মাত্র এল ক্লাসিকোতে জয় পায় রিয়াল।
সম্প্রতি মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ম্যাচের স্মৃতি নিয়ে কথা বলেন ভিনিসিয়ুস, 'আহ, এটা দারুণ একটি গোল ছিল, টনির (ক্রুস) থেকে পাওয়া পাসটাও দারুণ ছিল। আমি এটাকে অনেকবারই দেখেছি। অবশ্যই এটা আমাদের ভক্তদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জয়। আমরা ভালো কিছু করার জন্য সত্যিই ক্ষুধার্ত ছিলাম।'
সে ম্যাচের ৭১তম মিনিটের কথা। বার্সা শিবিরে দারুণ চাপ সৃষ্টি করেও গোল পাচ্ছিল না রিয়াল। তবে পাল্টা আক্রমণ থেকে দারুণ এক গোল করে দলকে গিয়ে দেন ভিনিসিয়ুস। টনি ক্রুসের কাছ থেকে বল আদান প্রদান করে জোরালো শট নিয়েছিলেন তিনি। তবে পিকের পায়ে লেগে দিক বদলে বল জালে জড়ালে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ দিকে মারিয়ানো দিয়েজের আরও এক গোলের সুবাদে ২-০ ব্যবধানে ম্যাচ জতে নেয় লস ব্লাঙ্কোসরা।
ক্লাসিকোতে জিতে শীর্ষে উঠলেও সে অবস্থান অবশ্য ধরে রাখতে পারেনি রিয়াল। পরে রিয়াল বেটিসের কাছে হেরে ফের পিছিয়ে পরে দলটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে স্থগিত হওয়া লিগে বার্সার চেয়ে ২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা। তবে শেষ পর্যন্ত লা লিগার শিরোপা এবার রিয়ালই জিতবে বলে বিশ্বাস করেন এ তরুণ।
গত এক যুগে মাত্র দুইবার লিগ শিরোপা জিততে পেরেছে রিয়াল। তাই সমর্থকদের জন্য এবার এ শিরোপা পুনরুদ্ধার করতে চান ভিনিসিয়ুস। বিশেষ করে করোনা ভাইরাসের এ সময়ে বাড়তি আনন্দ দিতেই শিরোপা চান এ ব্রাজিলিয়ান, 'আমরা ফিরে আসার জন্য মরিয়া হয়ে আছি, জেতার জন্য এবং অবশ্যই সমর্থকদের জন্য লিগ জিততে চাই। লোকজন অনেক সংগ্রাম করছে, আমরা তাদের আনন্দ করার মতো কিছু দিতে চাই। যদিও এতো বড় ট্র্যাজেডিতে একটি শিরোপা জয়ে কোনো সমাধান মিলবে না। তবে এটা কিছুটা হাসি এনে দিবে, কিছুটা খুশী এনে দিবে।'
Comments