বোলারদের জন্য আইসিসির বিশেষ নির্দেশনা

চোট থেকে দূরে থাকতে বোলারদের বিশেষ অনুশীলন সূচি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
mustafizur rahman and rubel hossian
ছবি: এএফপি

লম্বা সময় পর মাঠে ফেরার ক্ষেত্রে বোলাররা তুলনামূলকভাবে বেশি চোটে পড়ার ঝুঁকিতে থাকেন। তাই বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ধাক্কা সামলে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামার আগে তাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছে আইসিসি। সংস্করণ অনুযায়ী বোলারদের জন্য অনুশীলনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গেল মার্চ থেকে বন্ধ থাকা ক্রিকেট নিরাপদে মাঠে ফেরাতে সদস্য দেশগুলোকে গতকাল শুক্রবার একটি নির্দেশিকা দিয়েছে আইসিসি। সংশ্লিষ্ট বোর্ডগুলোর চিকিৎসক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এটি তৈরি করেছে আইসিসির চিকিৎসা উপদেষ্টা কমিটি।

চোট থেকে দূরে থাকতে বোলারদের বিশেষ অনুশীলন সূচি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। ‘আইসিসি ব্যাক টু ক্রিকেট’ নামের নির্দেশিকাটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামার আগে খেলোয়াড়দের নিজেদের বয়স ও শারীরিক প্রস্তুতিকে বিবেচনায় রাখতে হবে।

টেস্ট ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত হতে বোলারদের অনুশীলন করতে হবে ৮-১২ সপ্তাহ। এর মধ্যে শেষ ৪-৫ সপ্তাহ আন্তর্জাতিক ম্যাচের আদলে নিজেকে উজাড় করে দিয়ে বোলিং করতে হবে। ওয়ানডের আগে ৬ সপ্তাহ ও টি-টোয়েন্টির আগে ৫-৬ সপ্তাহ অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। এই দুই সংস্করণের ক্ষেত্রে শেষ ৩ সপ্তাহ মূল ম্যাচের মতো করে নেটে বোলিং করতে হবে।

আইসিসি আরও বলেছে, বয়স, চোটের ইতিহাস, বোলিংয়ের কৌশল-গতি ও ক্যারিয়ারের মোট ওভারের ভিত্তিতে অনুশীলনের সময়সীমা চাইলে আরও বাড়াতে পারেন বোলাররা।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now