কুমিল্লায় ১১ চিকিৎসকসহ আরও ৬৩ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় ১১ চিকিৎসকসহ আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আট চিকিৎসক, ছয় স্বাস্থ্যকর্মীসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

কুমিল্লায় ১১ চিকিৎসকসহ আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আট চিকিৎসক, ছয় স্বাস্থ্যকর্মীসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান আজ শনিবার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক ও বুড়িচং উপজেলার এক চিকিৎসকও রয়েছেন।

নতুন ৬৩ জনসহ জেলায় এ নিয়ে ৫২৬ জনের করোনা শনাক্ত হলো।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে নাঙ্গলকোটে ২৫ জন, মুরাদনগরে ১৪ জন, কুমিল্লা মহানগরে তিন জন, আদর্শ সদরে দুই জন, সদর দক্ষিণে ছয় জন, লাকসামে সাত জন, বুড়িচংয়ে একজন,  ব্রাহ্মণপাড়ায় একজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চার জন রয়েছেন।

যোগাযোগ করা হলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস জানান, গত ১৯ মে করোনা আক্রান্ত এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সংস্পর্শে আসা হাসপাতালের ৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মজিবুর রহমান জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসকসহ হাসপাতাল থেকে নমুনা নেওয়া চার জনের করোনা শনাক্ত হয়েছে।


 

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago