‘পোলাও-বিরিয়ানি খেয়ে তামিমের পান্তা ভাতের শখ হলো কেন’, মাশরাফির প্রশ্ন
বিশ্বের নামকরা তারকাদের সঙ্গে জমিয়ে লাইভ শো করার পর তামিম ইকবাল ইতি টানলেন দেশের তারকাদের দিয়ে। তা নিয়ে শুরুতেই মাশরাফি বিন মর্তুজার প্রশ্ন, এতদিন পোলাও-বিরিয়ানি খেয়ে কেন হুট করে তার পান্তা ভাতের শখ হয়েছে।
শনিবার রাতে তামিমের লাইভের শেষ পর্বে আসেন মাশরাফি, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিম। শুরু দিকেই তামিমকে মজার ঢঙে জানতে চান মাশরাফি, ‘তামিম তোকে একটা প্রশ্ন করি, কয়েকদিন ধরে পোলাও-বিরিয়ানি-কোর্মা খেয়ে হঠাৎ করে পান্তা ভাত খাওয়ার শখ হলো কেন, বল তো! বিরাট কোহলি, রোহিত শর্মা, ফাফ দু প্লেসি, উইলিয়ামসন…এই পোলাও-কোর্মা খেয়ে পান্তা ভাত খেতে চাইলি কেন?’
তামিমও যেন তৈরি করে রেখেছিলেন আদর্শ জবাব। বিদেশি পোলাও-বিরিয়ানির চেয়ে দেশি স্বাদের পান্তাভাত যে তার কত কাছের জানিয়েছেন তা, ‘আমরা বাংলাদেশি, আমার পান্তা ভাতই সবচেয়ে প্রিয়। বাঙালির সবচেয়ে প্রিয় পান্তা ভাত। আমি পান্তা ভাত নিয়েই খুশি। আমি নিজেও পান্তা ভাত, আপনারা সবাইও পান্তা ভাত। আমি এটি নিয়েই খুশি।’ো
Comments