এবার নিজের তৈরি করা প্রশ্নের ধরণে নিজেই ঘায়েল তামিম
সতীর্থদের প্রায়ই কিছু অদ্ভুত প্রশ্ন করে ফাঁদে ফেলে মজা পান তামিম ইকবাল। ডুবন্ত নৌকা থেকে একজনকে বাঁচানোর অপশনের সেই চেনা প্রশ্ন এবার ধেয়ে এল তার দিকে। বিপাকে পড়া তামিম অসহায়ভাবে দিয়েছেন জবাব।
শনিবার রাতে নিজের সরাসরি অনলাইন আড্ডার শেষ পর্বে মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহকে এনেছিলেন তামিম। বেশিরভাগ সময় ক্রিকেটের বাইরে খোশগল্পে সময় পার করেছেন তারা।
তামিম যে আদলে প্রশ্ন করে সবাইকে কাবু করেন মাহমুদউল্লাহ ঠিক করেন তা তামিমকেই ফিরিয়ে দেওয়ার। মাহমুদউল্লাহ প্রথমে তামিমের উদ্দেশ্যে বলেন, ‘সে (তামিম) বাসে সবসময় পোলাপানদের প্রশ্ন করতে করতে নাজেহাল করে ছাড়ে। পোলাপান সব ভয়ে থাকে, কখন না জানি কোন গোলাবারুদ আসে। তো, তোকে আজকে একটা প্রশ্ন করি, বাংলাদেশ দলে তোর সবচেয়ে প্রিয় বন্ধু কে?’
তামিম বলেন, ‘মুশফিক আছে, ওর সঙ্গে ভালো সম্পর্ক। মাশরাফি ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক, সাকিবের সঙ্গে ভালো সম্পর্ক…’
মাহমুদউল্লাহ আবার সংশোধন করে দিয়ে বলেন, ‘বেস্ট ফ্রেন্ড কে?’ তামিম বলেন, ‘মুশফিক’।
মাহমুদউল্লাহ এবার আসেন আসল প্রশ্নে, ‘ধর, একটা নৌকায় মুশফিক আছে আর মাশরাফি ভাই আছে, তুই একজনকে বাঁচাতে পারবি, কাকে বাঁচাবি?’
মাঝখান থেকে মুশফিক যোগ করেন ‘ব্যাখ্যা না দিয়ে জাস্ট জবাবটা দে।’
তামিম অবস্থা তখন ফাঁদে পড়ে অসহায়, ‘ভাই, এটা কী করলেন! আমি টেনশনে আছি, যদি মাশরাফি ভাইয়ের কথা বলি, তাহলে মানুষ গালি দেবে কম…।’
এবার মাশরাফি তাকে থামিয়ে বলেন, ‘ভণ্ডামি ছেড়ে একজনের কথা বল।’ অবশেষে তামিম জানান বাঁচাবেন তার প্রিয় বন্ধুকেই, ‘মুশফিককেই বাঁচাব।’
Comments