করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, মোট ১৩

পরিদর্শক রাজু আহম্মেদ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহম্মেদ নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ১৩ সদস্যের মৃত্যু হলো।

আজ রোববার সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম) সোহেল রানা।

সিপিএইচ সূত্রে জানা গেছে, গত ২ মে করোনা পরীক্ষা করান পরিদর্শক রাজু আহম্মেদ। ৩ মে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। পরে ৪ মে তিনি সিপিএইচ-এ ভর্তি হন। সিপিএইচ’র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

পরিদর্শক রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুরে।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও ১২ সদস্য মারা গেছেন। তারা হলেন— কনস্টেবল নাইমুল হক, জালাল উদ্দিন খোকা, মোখলেছুর রহমান, আশেক মাহমুদ ও জসিম উদ্দিন; নায়েক মামুনুর রশীদ; সহকারী উপপরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় ও আবদুল খালেক, উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান তালুকদার, নাজির উদ্দিন ও মোশাররফ হোসেন শেখ।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

More than 100 students were injured, with about 20 in critical condition sent to Chattogram Medical College Hospital

7m ago