পাবনায় ৪ শ কেজি সরকারি চাল উদ্ধার, ২০ হাজার টাকা জরিমানা
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চার শ কেজি চাল কিনে ঘরে মজুদ করায় পাবনার ফরিদপুর উপজেলায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল উপজেলার এরশাদনগর গ্রাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চার শ কেজি চাল উদ্ধার করা হয়েছে। আফসার আলী নামে এক ব্যক্তির বাড়িতে চাল পাওয়া যাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
আফসার আলীর প্রতিবেশীরা জানান, ‘গতকাল উপজেলা নির্বাহী অফিসার ওই বাড়িতে অভিযান চালান। সে সময় চার শ কেজি চাল ও সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের কিছু বস্তা পাওয়া যায়।’
সূত্র জানায়, এরশাদনগর গ্রামের নদীর ঘাটে কয়েকজন ব্যক্তি নৌকায় করে সরকারি কর্মসূচির চাল বিক্রি করছিল। গ্রামের অনেকেই সেই চাল কেনে। আফসার আলী একাই ১৬ বস্তা চাল কেনেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল।
আফসার আলীর মেয়ে আফিয়া সুলতানা জানিয়েছেন, ‘কবুতরকে খাওয়াবেন বলে তার বাবা এই চাল কিনেছিলেন।’
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম আজাদ বলেন, ‘তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জরিমানার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।’
Comments