চাঁদপুরে আরও ২৮ জনের করোনা শনাক্ত

corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

তিনি জানান, জেলায় নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ১১ জন, কচুয়ায় একজন ও হাইমচরে একজন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত চাঁদপুর সদরে ৮০ জন। এ ছাড়া, ফরিদগঞ্জে ২৬ জন, মতলব উত্তরে ছয় জন, হাজীগঞ্জে আট জন, মতলব দক্ষিণে ছয় জন, কচুয়ায় আট জন, শাহরাস্তিতে আট জন এবং হাইমচরে তিন জন।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা ফোকালপারসন ডা. সুজাউদ্দোলা রুবেল বলেন, ‘আক্রান্তদের মধ্যে সাত জন এখনো আইসোলেশনে আছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।’

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago