একদিনে কুমিল্লায় সর্বোচ্চ ৮১ জনের করোনা শনাক্ত, জেলায় আক্রান্ত ৬০০ ছাড়াল

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬০৭।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬০৭।

সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান আজ রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

এক দিনে জেলার মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে চান্দিনায় ২২ জন। এখানে আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবং ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিও রয়েছেন। এ নিয়ে শুধুমাত্র এই উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫২। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আহসানুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়াও আজ নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা নগরীতে ১১ জন, আদর্শ সদরে তিন জন, লাকসামে তিন জন, মুরাদনগরে আট জন, বুড়িচংয়ে আট জন, ব্রাহ্মণপাড়ায় দুই জন, মনোহরগঞ্জে এক জন, হোমনায় এক জন, তিতাসে দুই জন, দাউদকান্দিতে তিন জন, মেঘনায় আট জন এবং দেবিদ্বারে নয় জন।

এ পর্যন্ত জেলায় সবচেয়ে বেশি দেবিদ্বারে ১৩০, মুরাদনগরে ১১৮ জন, কুমিল্লা মহানগরে ৫২ জন ও চান্দিনায়ও ৫২ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সদরে ৩২ জন, তিতাসে ১৭ জন, দাউদকান্দিতে ১৯ জন, বুড়িচংয়ে ২৫ জন, মেঘনায় ১০ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১৪ জন, সদর দক্ষিণে ১৭ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ১০ জন, হোমনায় ৫ জন, নাঙ্গলকোটে ৪৬ জন, লালমাইয়ে চার জন ও লাকসামে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় আক্রান্তদের মধ্যে জেলায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার মুরাদনগরের ভুবনগড় গ্রামের মারা যাওয়া এক জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় করোনামুক্ত হয়েছেন ৯০ জন।

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

50m ago