ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের দুয়াই গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সমলা বেগম (৬০) দুয়াই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, রান্নার কড়াই নিয়ে মায়ের সঙ্গে তর্ক হয় মাইক্রোবাস চালক ছেলে শহিদুল ইসলামের (২৭)। এক পর্যায়ে দুই সন্তানের জনক শহিদুল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সমলা বেগমের মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত সমলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের চাচাতো ভাই বাদী হয়ে শহিদুলকে আসামি করে আজ রবিবার মামলা দায়ের করেছেন। কিন্তু এখন পর্যন্ত শহীদুলকে আটক করা যায়নি বলে জানান ওসি। দ্রুত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Comments