পঞ্চগড়ে তিন পুলিশসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত
পঞ্চগড়ে নতুন করে পুলিশের আরও তিন সদস্যসহ ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
এরা সবাই ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা থেকে সম্প্রতি ফিরেছেন। পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান আজ রবিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত ১৪ জনের মধ্যে সদর উপজেলায় চার জন, দেবীগঞ্জে আট জন ও বোদা উপজেলায় দুজন আছেন।
গত ২০ মে মোট ৬৯ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। আজ বিকালে পাওয়া ফলে ১৪ জনের পজিটিভ আসে।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে পঞ্চগড়ে আসা এসব ব্যক্তিকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত এক হাজার সাত জনের মধ্যে ৯২৮ জনের পরীক্ষার ফলাফলে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ১৫ মে ঢাকা থেকে আট জন নারী পুলিশ কনস্টেবল পঞ্চগড় জেলায় যোগদান করেন। এদের সবার নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে তিন জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদেরকে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments