করোনাকালে ছাদে ফিরে এলো শৈশব

করোনাভাইরাস আতঙ্কে দিনভর বাসার ভেতর বন্দি জীবন কাটাচ্ছে মানুষ। তবে দিন শেষে বিকেলে ছাদে উঠে সময় কাটাচ্ছেন অনেকেই।

করোনাভাইরাস আতঙ্কে দিনভর বাসার ভেতর বন্দি জীবন কাটাচ্ছে মানুষ। তবে দিন শেষে বিকেলে ছাদে উঠে সময় কাটাচ্ছেন অনেকেই।

শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী মানুষ বুক ভরে শ্বাস নিতে ছাদে পায়চারী করছেন কিছু সময়। অনেকেই মুক্ত আকাশের নিচে সেরে নিচ্ছেন শরীরচর্চা।

প্রায় বেশীরভাগ ছাদেই উড়ছে ঘুড়ি। ঘুড়ি ওড়ানোই যেন হয়ে উঠেছে কিশোর-যুবকদের বিকালের একমাত্র বিনোদন।

আবার কোনো কোনো ছাদে বিভিন্ন ধরনের খেলাতেও মেতে উঠছেন পরিবারের লোকজনসহ পাড়া-প্রতিবেশীরা। কেউ পড়ছেন বই, কেউবা ব্যস্ত আছেন ছাদ বাগান নিয়ে, কেউবা সময় কাটাচ্ছেন কবুতর পালন নিয়ে।

এসবের পাশাপাশি খোশগল্প আর আড্ডা তো আছেই। করোনাভাইরাসের মহামারিতে প্রতিটি ছাদই যেন হয়ে উঠেছে এক একটি বিনোদন কেন্দ্র।

Comments