ফরিদপুরে আরও ২১ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জনে।
রোববার ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুরের ভাঙ্গায় এক মুক্তিযোদ্ধাসহ নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে ।
ফরিদপুরে করোনা আক্রান্ত ১৪৪ জনের মধ্যে বোয়ালমারীতে ৩৪ জন, ফরিদপুর সদরে ৩৬ জন, নগরকান্দায় ২১ জন, আলফাডাঙ্গায় ১৮ জন, ভাঙ্গায় ২২ জন, চরভদ্রাসনে ৫ জন, সদরপুরে ৪ জন, মধুখালীতে ৩ জন ও সালথায় একজন রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর, ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।
Comments