করোনায় মারা গেলেন ঢাকার আ. লীগের সাবেক সংসদ সদস্য হাজি মকবুল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার মোহাম্মদপুর-ধানমন্ডির সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেন মারা গেছেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আজ রোববার রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। গত তিন দিন ধরে এই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
হাজি মকবুলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসার পর গত শুক্রবার হাজি মকবুলের সিএমএইচে ভর্তি হওয়ার কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান।
তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল ১৯৯৬-২০০১ মেয়াদে সংসদ সদস্য ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Comments