কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। 

গতকাল রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন জন হলেন— প্রাইভেটকারচালক উজ্জল মিয়া (২৫) এবং রাজু (১৫) ও সবুজ (২৪) নামে দুই পথচারী। 

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ শাকিল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে একটি প্রাইভেটকারের তেল শেষ হয়ে গেলে সেটি দুই জন পথচারীর সহায়তায় ধাক্কিয়ে মিরপুর রোডের কল্যাণপুর এলাকার খালেক পেট্রোল পাম্পের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় দ্রুত গতিতে আসা আরেকটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। একইসঙ্গে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের চালক মাহমুদ হাসান রাব্বিসহ আরও পাঁচ জন আহত হয়।’

‘মারা যাওয়া তিন জনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার দুটি জব্দ করেছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

59m ago