ঠাকুরগাঁওয়ে ১৫০০ পিরানহা মাছ জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাট থেকে দেড় হাজার নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ।
জব্দকৃত পিরানহা মাছ। ছবি: স্টার

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাট থেকে দেড় হাজার নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার গড়েয়া হাট থেকে এসব মাছ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু মাছ ব্যবসায়ী গড়েয়া হাটে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতেই আমরা ওই হাটে অভিযান পরিচালনা করি।’

তিনি আরও জানান, এ সময় ব্যবসায়ী রুমন আলীর গোডাউন থেকে আনুমানিক পাঁচ মন ওজনের ১ হাজার ৫০০টি পিরানহা মাছ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযানের আগেই মাছ ব্যবসায়ীরা সেখান থেকে চলে যায়।

রাতেই উদ্ধারকৃত মাছগুলো নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং ইউএনও আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনা অনুযায়ী সেগুলো উপজেলা চত্বরে পুতে ফেলা হয়।

ইউএনও বলেন, ‘রাক্ষুসে এসব মাছ পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে রাক্ষুসে প্রকৃতির পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ সংগতিপূর্ণ নয়। অন্যান্য মাছ ও জলজ প্রাণীদের এরা খেয়ে ফেলে বিধায় দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ। এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর ও পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, উৎপাদন, বংশ বৃদ্ধিকরণ ও বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।’

তিনি আরও বলেন, ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা ও ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ মাছের ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago