ঈদে সবাইকে ঘরে থাকার আহ্বান টাইগারদের

বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত। সারা দেশই এক প্রকার লকডাউন করে রাখা হয়েছে। তাই ঈদুল ফিতর উদযাপনে নেই আগের মতো সেই আমেজ। সবাই ঘরেই নামাজ পড়ছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও ব্যতিক্রম নন। তবে ঈদের খুশির মাঝেও সবাই সচেতন করেছেন টাইগাররা। সবাইকে নিরাপদে থেকে ঈদ পালন করার আহ্বান জানালেন তারা। পাশাপাশি জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত। সারা দেশই এক প্রকার লকডাউন করে রাখা হয়েছে। তাই ঈদুল ফিতর উদযাপনে নেই আগের মতো সেই আমেজ। সবাই ঘরেই নামাজ পড়ছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও ব্যতিক্রম নন। তবে ঈদের খুশির মাঝেও সবাই সচেতন করেছেন টাইগাররা। সবাইকে নিরাপদে থেকে ঈদ পালন করার আহ্বান জানালেন তারা। পাশাপাশি জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

ঈদের দিনটা সাধারণত বন্ধু-বান্ধবের সঙ্গে কাটে সবার। অনেকে সময় দেন পরিবারকে। কিন্তু এবার অনেকে বাড়িই ফিরতে পারেননি। কেউবা ফেরেননি। তাই অনেকটা ভিন্ন রকম ঈদ পালন করছেন সবাই। যে যেখানে আছেন সেখানেই সাবধানে থাকার কথা বললেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম তার ফেসবুকে লিখেছেন, 'সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।'

ঘরেই ঈদ উদযাপনের কথা বলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ এ তারকা তার ফেসবুকে লিখেছেন, 'করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।'

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাসও, 'ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন।নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।'

বড় ও ছোট ভাইয়ের সঙ্গে একই রঙের ছবি পোস্ট করে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাইফউদ্দিন লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার সকল প্রিয় সমর্থক ও বন্ধুবান্ধবরা নিরাপদে থেকে আনন্দ উৎসব করুক সেই কামনা করছি। আমার বড় ভাই বাম দিকে (ছবিতে) এবং আমার কনিষ্ঠজন ডান দিকে। সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তাদের আশীর্বাদ করছেন। আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনও সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। পরিবার-সন্তানের সঙ্গে পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে, একরত্তি ভাইরাসের সাথে সৃষ্টির সেরা মানবের লড়াই! এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিজেকে ভাল রাখতে হবে , পরিবারকে ভালো রাখতে হবে এবং আমাদের দেশকে ভালো রাখতে হবে। এই বছর ঈদ উৎসবটি এসেছে ভিন্নরূপে করোনার করুন সুরে। তাই এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। তাই আসুন আমরা পরিবারের সাথে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।'

সৌম্য সরকারও অল্প কথায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, 'ঈদ মোবারক। বাসায় থাকুন। নিরাপদ থাকুন।' সৌম্যর মতো মোস্তাফিজুর রহমানও অল্প কথায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, 'ঈদ মোবারক। বাসায় থাকুন। নিরাপদ থাকুন।'

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago